বিদেশ ডেস্ক
পাকিস্তানের সাথে সেই পুরনো সম্পর্কের পথেই হাঁটবে ভারত। এমনই ইঙ্গিত আসলো দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ তালিকা থেকে। আগামী বৃহস্পতিবারের সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে।
যদিও এর আগে, নরেন্দ্র মোদির প্রথমবারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ২০১৪ সালের সেই শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়। তবে এবার শুধুমাত্র বিমসটেক জোটভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিমসটেক জোটভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ড।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে গেল ফেব্রয়ারিতে জঙ্গি হামলার ঘটনার পর থেকে উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দেশের পাল্টাপাল্টি বিমান হামলার মধ্যে পাকিস্তানের হাতে ভারতের পাইলট আটক হলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এরপর পাল্টাপাল্টি হুমকিতে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়।