১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫০

গাজীপুরে এসি বিস্ফোরণে আগুন, টেকনিশিয়ান নিহত

অনলাইন

গাজীপুরে এসি মেরামত করতে গিয়ে ভেতরের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ফরহাদ চৌধুরী নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। রোববার ইফতারের আগে সদর উপজেলার বানিয়ার চালা মেম্বার বাড়ি এলাকার স্মোক সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ চৌধুরী ওই কারখানার টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মাছিমালা গ্রামের ইকবাল চৌধুরীর ছেলে। আহতরা হলেন- ওই কারখানার শ্রমিক আবদুল কাদির, নুরুল হক ও শাহ আলম।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানার দ্বিতীয় তলায় থাকা অফিস কক্ষের নষ্ট এসি মেরামত করছিলেন টেকনিশিয়ান ফরহাদ চৌধুরী। তখন হঠাৎ এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। একপর্যায়ে পুরো দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের পুড়ে গুরুতর আহত হন ফরহাদ। দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রামপ্রসাদ পাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রকাশ :মে ২৭, ২০১৯ ১০:৪২ পূর্বাহ্ণ