মোদি বলেন, ‘আমি অনেক নির্বাচন দেখেছি। কিন্তু এটি সব দিক থেকে আলাদা। এবার দেশের মানুষ প্রতিষ্ঠানের পক্ষে ভোট দিয়েছে। আমি আপনাদের থেকে আলাদা নই। আমরা ভাল কাজ করে যাব। স্বাধীনতার আগে ভারতীয়রা যেভাবে আন্দোলন করেছেন আমাদের সেই মানসিকতা নিয়ে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রধানমন্ত্রীর অভিযোগ ভোট ব্যাঙ্কের রাজনীতির নামে সংখ্যালঘুদের ঠকানো হয়েছে। এসব বন্ধ করতে আমাদের লড়তে হবে।’
তিনি বলেন, ‘‘এতদিন আমাদের স্লোগান ছিল ‘সব কা সাথ সবকা বিকাশ’। এখন এর সঙ্গে ‘সব কা বিশ্বাস’কে জুড়তে হবে। ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন বিজেপি থেকে শুরু করে এনডিএর সাংসদরা আমায় নেতা বেছে নিয়েছেন বলে আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। সমস্ত সাংসদকেই অভিনন্দন জানাতে চাই তবে যারা প্রথমবার জিতেছেন তাদের বেশি করে অভিনন্দন জানাতে চাই।’
মোদি বলেন, ‘আমরা অনেক বেশি জন সমর্থন পেয়েছি তার মানে আমাদের দায়িত্বও বেড়েছে। আজ আমাদের শপথ নেওয়ার দিন। নতুন ভারত গড়ার সময় এসে গিয়েছে। গোটা বিশ্ব খুব কাছ থেকে ভারতের ভোট দেখেছে। ভারতীয়রা যেভাবে নির্বাচনে অংশ নিয়েছেন তা দেখে গোটা বিশ্ব অবাক হয়ে গিয়েছে।’