১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় পাঠাও চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর মোটরবাইকের চালক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকার আলরাজি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। নিহত চালকের নাম মেহেদী হাসান (২৬)। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন এবং রাজধানীর বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ছয় ভাই এক বোনের মধ্যে মেহেদী ছিলেন সবার ছোট। পিরোজপুর জেলার জিয়ানগর থানার হোগলাবুনিয়া গ্রামের আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে মেহেদী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আলরাজী হাসপাতালের একটি কাভার্ডভ্যান চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মেহেদী হাসান ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ওই কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। নিহত মেহেদীর ভাই মিরাজ বলেন, তাঁর ভাই ঢাকা কলেজ থেকে ইসলামি ইতিহাস বিষয়ে এ বছর অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন। পড়াশোনার পাশাপাশি তিনি পাঠাওয়ে মোটরসাইকেল চালাতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহত ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

প্রকাশ :মে ২৩, ২০১৯ ৯:১৬ পূর্বাহ্ণ