১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৭

ভারতে ভোট গণনা শুরু

বিদেশ ডেস্ক

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনের ভোট গণনা স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে। বেলা ১১টার মধ্যেই জানা যাবে ফলাফলের গতিপ্রকৃতি। গত ১১ এপ্রিল থেকে ১৯ মে সাত দফায় অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন।

সাত দফার নির্বাচনের শেষদিন ১৯ মে বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করা হয়। প্রায় সব জরিপে বলা হয়, ক্ষমতায় থাকছে বিজেপি। আবার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। বুথ ফেরত জরিপের পর উজ্জীবিত বিজেপি। বিজয় উৎসব করার জন্য প্রস্তুত বিজেপির কেন্দ্রীয় দপ্তর। সামনে বিশাল শামিয়ানা টানিয়ে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। এসেছে সেখানে লাড্ডু, মিষ্টি, কেক, আতশবাজি। বিজয় মিছিলের প্রস্তুতও সম্পন্ন।
গতকাল বিরোধী কংগ্রেস দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বুথ ফেরত সমীক্ষা ভুয়া। ক্ষমতায় যেতে পারবে না মোদি। সংসদ হতে পারে ঝুলন্ত। এই সম্ভাবনাকে সম্পদ করে বিরোধীরা ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য একটি চিঠি প্রস্তুত করে রেখেছে। ওই চিঠিতে বলা হবে, কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে দেশের আসনসংখ্যায় গরিষ্ঠ দলকে রাষ্ট্রপতি যেন সরকার গড়তে না ডাকেন। আজ সকালে কংগ্রেসের কেন্দ্রীয় দপ্তরেও আয়োজন করা হয়েছে যজ্ঞের। এখানেও আনা হয়েছে ব্যান্ড পার্টি। মোট কথা, দুই দলই প্রস্তুত বিজয় উৎসবের জন্য।

আজ সকালে দেশের অন্যান্য স্থানের ন্যায় পশ্চিমবঙ্গের ৪২টি আসনেরও ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনা কেন্দ্রে থাকছে ত্রিস্তর নিরাপত্তা ব্যবস্থা। থাকছে ৮২ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। আরও থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ। গণনা কেন্দ্রে রয়েছেন ১৫৫ জন পর্যবেক্ষক। ৪২টি লোকসভার জন্য গণনা কেন্দ্র রয়েছে ৫৮ টি। গণনা কেন্দ্রে গণনার জন্য রয়েছে ৩৭৯টি হল। আর এসব হলে ভোট গণনার জন্য রয়েছে চার হাজার ৬৬৮টি টেবিল। গণনা কেন্দ্রে রয়েছে সিসি টিভির ব্যবস্থা। পোস্টাল ব্যালট দিয়ে শুরু হয়েছে গণনার কাজ। ভোট গণনার কাজে নিয়োজিত রয়েছে প্রায় ২৫ হাজার ভোট কর্মী। রয়েছে গণনা কেন্দ্রে ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে, সর্বোচ্চ ২৫ রাউন্ড পর্যন্ত গণনা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা দিয়েছেন, তিনি মানছেন না বুথ ফেরত জরিপ। ওই সমীক্ষা ভুয়া। এবার ক্ষমতায় যেতে পারবেন না মোদি। তৈরি হবে দিল্লিতে জনগণের সরকার। পশ্চিমবঙ্গে তৃণমূলের এবং বিজেপির টিকিটে দাঁড়ানো ছয় অভিনেতা-অভিনেত্রী এখন জয়ের প্রহর গুনছেন। এঁরা হলেন আসানসোলে তৃণমূলের মুনমুন সেন, হুগলিতে বিজেপির লকেট চট্টোপাধ্যায়, বীরভূমে তৃণমূলের শতাব্দী রায়, বসিরহাটে তৃণমূলের নুসরাত জাহান এবং যাদবপুরে তৃণমূলের মিমি চক্রবর্তী আর ঘাটালে তৃণমূলের অভিনেতা দেব। সুচিত্রা তনয়া মুনমুন সেন জিতছেন এই ভাবনায় তিনি ইতিমধ্যে পরনের জন্য বেশ ক’টি শাড়ি কিনে রেখেছেন। বলেছেন, সবাই বলছেন আমি জিতছি। তাই বেশ ক’টি শাড়ি কিনে রেখেছি।

প্রকাশ :মে ২৩, ২০১৯ ৯:১১ পূর্বাহ্ণ