নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশা ও পিক আপভ্যানের সংঘর্ষে শিহাব নামের এক পাঁচ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর পাঁচটার তেজগাঁও সাতরাস্তায় ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিহাবের বাবা মাসহ চার জন আহত হন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হান্নান মিয়া জানান, ভোরে শিশু শিহাবকে নিয়ে তার তার মা শারমিন ও নানি মলি বেগম এবং মামা আলামিন অটোরিকশায় করে মহাখালী কলেরা হাসপাতাল যাচ্ছিলেন। অটোরিকশাটি সাতরাস্তার মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে নামার সময় মিনি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক শাহাদাতসহ পাঁচজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু শিহাবকে মৃত ঘোষণা করেন। আহত চার জন হাসপাতলে চিকিৎসাধীন। হান্নান মিয়া আরো জানান, আহতদের বাড়ি কেরানীগঞ্জের ধলেশ্বরে। নিহত শিহাবের বাবার নাম রাসেল।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

