২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:০৪

তাইওয়ানে হামলার প্রস্তুতি চীনের!

বিদেশ ডেস্ক

আবারও উত্তেজনা বাড়ছে বিতর্কিত দক্ষিণ চীনা সাগরে। সম্প্রতি হঠাৎ করেই ওই এলাকায় সামরিক সরঞ্জাম বাড়িয়েছে চীন। তাইওয়ানে হামলার জন্য সাগরে মোতায়েন সামরিক ব্রিগেড দুটি থেকে বাড়িয়ে ছয়টিতে উন্নীত করেছে চীন। মার্কিন সামরিক গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। চীনের সামরিক ক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা (ডিআইএ) দেশটির কংগ্রেসকে দেয়া এক প্রতিবেদনে জানিয়েছে, চীন তাইওয়ানের স্বাধীনতা বাতিল করে তাদেরকে মূল ভূখণ্ডের বাহিনীতে যোগ দিতে বাধ্য করবে।

প্রতিবেদনে বলা হচ্ছে, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাইওয়ান প্রণালীতে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে। তাছাড়া যদি প্রয়োজন পড়ে তাহলে তাইওয়ানের স্বাধীন সত্তা বাতিল করে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের এই অঞ্চল নিয়ে চীন ও তাইওয়ানের মধ্যে দ্বন্দ্ব চলছে কয়েক দশক ধরে। এর মধ্যে তাইওয়ানের পেছনে সমর্থন যুগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে চীন চাইলেও তাইওয়ানকে কাবু করতে পারছে না।

প্রকাশ :মে ১৭, ২০১৯ ১২:৩৬ অপরাহ্ণ