বিনোদন ডেস্ক: রূপাকে ভালোবাসে স্রোত। দুজনে একই শহরে বসবাস করে। রূপার বাবা-মা নেই, চাচা-চাচীর সংসারে তার বেড়ে ওঠা। তারা রূপাকে বিয়ে দেয়ার জন্য উঠে পড়ে লাগে। তাই তো স্রোত তার বাবা-মাকে না জানিয়ে রূপাকে বিয়ে করে ফেলে।
অন্যদিকে স্রোতের বাবা খুব অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি যেতে হয়। অসুস্থ বাবা তার বন্ধুর মেয়ে স্বর্ণর সঙ্গে স্রোতের বিয়ে ঠিক করে। কিন্তু বাবাকে কোনোভাবে না করতে না পেরে বাধ্য হয়ে স্বর্ণকে বিয়ে করে স্রোত। তারপরই গল্পে নতুন মোড় আসে। শেষ পর্যন্ত স্রোত কার সঙ্গে সংসার করবে তা জানতে দেখতে হবে একক নাটক ‘ছেলেটির কোনো দোষ ছিল না’।
হেলেন বদরুদ্দীনের মূলগল্পে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন শিশির আহমেদ। পরিচালনা করেছেন সজীব মাহমুদ। এতে স্রোতের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। রূপা চরিত্রে শবনম ফারিয়া ও স্বর্ণর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জান্নাত রুহী।
ফ্যাক্টর থ্রি সলিউশনস নিবেদিত ও ত্রিধারা প্রযোজিত নাটকটিতে আরো অভিনয় করেছেন ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নরেশ ভূঁইয়া, বৃষ্টিসহ অনেকে। ঈদুল ফিতরে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

