২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি করেছেন। খবর বিবিসির।

খবরে বলা হয়, দেশটির কম্পিউটার নেটওয়ার্ককে ‘বিদেশী প্রতিপক্ষ’ থেকে সুরক্ষার জন্য তিনি এ জরুরি অবস্থা ঘোষণা করেন।

যারা বিদেশী টেলিকম ব্যবহার করেন তাদের জন্য কার্যকর হবে। তবে আদেশে মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে কোনো নির্দিষ্ট কোম্পানির নাম উল্লেখ করেননি।

তবে বিশ্লেষকদের মতে, চীনের টেলিকমিউনিকেশনস জায়ান্ট হোয়াইয়েকে বিশেষভাবে টার্গেট করেছেন।

প্রকাশ :মে ১৬, ২০১৯ ১২:২০ অপরাহ্ণ