১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন ফখরুল

দেশজনতা অনলাইন : স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। মির্জা ফখরুলের সঙ্গে গেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান  এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুলের হৃদরোগ ছাড়াও ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে জটিলতা রয়েছে। এর আগে কয়েক দফায় তিনি সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ২০১৮ সালেও ব্যাংককে চিকিৎসা নিয়েছেন মির্জা ফখরুল।

প্রকাশ :মে ১৫, ২০১৯ ১:৫২ অপরাহ্ণ