১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

নতুন করে অস্ত্র পরীক্ষা কিমের, যুদ্ধের জন্যে প্রস্তুত উত্তর কোরিয়া

বিদেশ ডেস্ক

সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক মিসাইলের পরীক্ষা করে যাচ্ছে উত্তর কোরিয়া। যা নিয়ে নতুন করে বিপদ দেখছে গোটা বিশ্ব। এরই মধ্যে নতুন করে মিসাইল পরীক্ষা করার ইঙ্গিত দিয়েছেন দেশটির রাষ্ট্রপ্রধান কিম জং উন।

নতুন করে মিসাইলের পরীক্ষা মানে আদৌতে অস্ত্রে শান দেওয়ারই ইঙ্গিত দিচ্ছে উত্তর কোরিয়া। এমনটাই মনে করছে সামরিক পর্যবেক্ষকরা। একই সঙ্গে সামরিক বিশ্লেষকদের ধারণা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো যুদ্ধে তারা কার্যকরভাবে এই অস্ত্রের আগাম ব্যবহারও করতে পারে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মত স্বল্প-পাল্লার দুটো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। সে ছবি দেখেই বিশ্লেষকরা এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন। এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের নজরদারিতে সে দেশের সেনাবাহিনী একাধিক রকেট উৎক্ষেপণ যন্ত্রের পরীক্ষা চালায়। পরীক্ষা করা হয় মিসাইলও। প্রকাশিত ছবিতে বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় একই ধরনের অস্ত্রই দেখা গিয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো চুক্তি ছাড়াই ভেস্তে যায়। আর এরপরেই ফের একবার শক্তি পরীক্ষাতে নেমেছে উত্তর কোরিয়া।

এরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন এই প্রসঙ্গে জানিয়েছেন, ওই বৈঠক ভেস্তে যাওয়ার জন্যে উত্তর কোরিয়া সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো চালাচ্ছে। যদিও উত্তর কোরিয়া এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে।

প্রকাশ :মে ১৩, ২০১৯ ৯:৪৬ পূর্বাহ্ণ