১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৩

ব্যয়ের হিসাব দিতে বিএনপিসহ ৩৮ দলকে আরও ১ মাস সময়

দেশজনতা অনলাইন : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব জমা দিতে আরও ১ মাস সময় পেল বিএনপিসহ ৩৮টি রাজনৈতিক দল। এই নির্বাচনের ৯০ দিন পেরিয়ে গেলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া নিবন্ধিত বাকি ৩৮টি দল এখনও পর্যন্ত তাদের নির্বাচনী হিসাব জমা দেয়নি। ৯ জুনের মধ্যে দলগুলি ব্যয়ের হিসাব না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।

আরও এক মাস সময় দিয়ে বিএনপিসহ নিবন্ধিত ৩৮টি দলকে চিঠি দেওয়ার বিষয়টি ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান রবিবার নিশ্চিত করেছেন।

বিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী ৯০ দিনের মধ্যে সব রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। তবে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিন পেরিয়ে গেলেও আওয়ামী লীগ ছাড়া নিবন্ধিত বাকি ৩৮টি রাজনৈতিক দল এখন পর্যন্ত নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। এর মধ্যে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিও রয়েছে। এর মধ্যে গত বুধবার দলটি ব্যয়ের হিসাব জমা দিতে ইসির কাছে ১ মাস সময় চেয়ে চিঠি দেয়।

আব্দুল হালিম খান বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় হিসাব জমা দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে অতিরিক্ত এক মাসের সময় দেওয়া হয়েছে। ৯ জুনের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে বিষয়টির অনুমোদন দিয়েছে।’

এর আগে গত রবিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক দল ব্যয়ের হিসাব আমাদের কাছে দেয়নি। কমিশনের ক্ষমতা আছে, কিছুদিন তাদের সময় বাড়ানোর। এরপরও যদি দলগুলি হিসাব না দেয়, তাদের কারণ দর্শানো হবে এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা যা আছে, নেওয়া হবে।

কি ধরণের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে বষয়ে তিনি বলেছিলেন, ‘কোনো রাজনৈতিক দল যদি ব্যয়ের হিসাব না দেয়, কমিশন মনে করলে নিবন্ধন বাতিল করে দিতে পারে।’

প্রকাশ :মে ১২, ২০১৯ ৪:১৫ অপরাহ্ণ