বিদেশ ডেস্ক
ইতালির রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে খোলা মাঠে জুমার নামাজ আদায় করে প্রতিবাদ জানিয়েছে প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা।
মসজিদ এ রোম সম্প্রতি নানা অজুহাতে বন্ধ করে দেয় রোম মহানগরীর পুলিশ। এরই প্রতিবাদে রোমের লার্গো প্রেনেসতিনায় শুক্রবার খোলা মাঠে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।
বাংলাদেশ সমিতি ইতালি ও ধুমকেতু সোস্যাল অর্গানাইজেশনের সার্বিক সহযোগিতায় এ প্রতিবাদী নামাজ আয়োজন করা হয়।
এ সময় মুসল্লিরা বলেন, অতিসত্বর যদি মসজিদ খুলে না দেওয়া হয় তাহলে আমরা বৃহৎ আন্দোলনে যাব।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি হাসানুজ্জামান, সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, মসজিদ এ রোমার খতিব মাওলানা মিজানুর রহমানসহ আরো অনেকে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

