১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:২২

নোয়াখালীতে বাস খালে পড়ে নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-চাটখিল সড়কে জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে বাসটির তিন যাত্রী নিহত এবং ২০ যাত্রী আহত হয়েছেন।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে রামগঞ্জ-চাটখিল সড়কের মুন্সি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে জননী পরিবহনের একটি বাস নোয়াখালীর মাইজদী থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। রামগঞ্জ-চাটখিল সড়কের মুন্সির রাস্তার মাথা এলাকায় পৌঁছলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে যানটি সড়কের পাশের খালে পড়ে গেলে ঘটনাস্থলে তিনজন নিহত এবং ২০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রকাশ :মে ৮, ২০১৯ ১২:৫৬ অপরাহ্ণ