অনলাইন
বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে বিনয় তঞ্চঙ্গ্যা (৩৫) নামে জনসংহতি সমিতির এক কর্মী নিহত হয়েছেন। একই সময় পুরোধন তঞ্চঙ্গ্যা (৩২) আরেককর্মীকে অপহরণ করে নিয়ে গেছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালী এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যমংপ্রু জানান, রাতে বিনয় তঞ্চঙ্গ্যা তার মুদির দোকান বন্ধ করে দাদাশ্বশুরের বাসায় ঘুমাচ্ছিলেন। এ সময় কয়েকজন এসে তাকে ঘুম থেকে উঠিয়ে বাড়ির উঠানে নিয়ে এসে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়াও সন্ত্রাসীরা ইউনিয়নের ৫নং রাবার বাগান এলাকার শৈলতন পাড়া থেকে পুরোধন তঞ্চঙ্গ্যাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে বলে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানকে জানিয়েছেন। তবে সন্ত্রাসীদের কোন দল এ ঘটনা ঘটিয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, একজন নিহত ও আরেকজন অপহৃত হওয়ার কথা আমরা শুনেছি। প্রকৃত ঘটনা জানার জন্য আমরা পুলিশের একটি দল ওই এলাকায় পাঠিয়েছি।