১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৯

বিদেশ কেন্দ্রে পাসের হার ৯১.৯৬%

দেশজনতা অনলাইন : এসএসসি পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯১ দশমিক ৯৬ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার ১ দশমিক ৮২ শতাংশ কম। গত বছর এ হার ছিল ৯৩ দশমিক ৭৮ শতাংশ।

বিদেশের আটটি কেন্দ্র ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে। এসব কেন্দ্র থেকে মোট ৪২৩ জন পরীক্ষা দিয়ে ৩৮৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।

বিদেশের আটটি কেন্দ্র হলো সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাইস্কুল, দুবাইয়ের শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, মানামার বাহরাইনে বাংলাদেশ স্কুল ও ওমানের বাংলাদেশ স্কুল শাহাম।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় দশ বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদরাসা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৩ ও কারিগরি বোর্ডে ৭২ দশমিক ২৪ শতাংশ।

প্রকাশ :মে ৬, ২০১৯ ২:২৪ অপরাহ্ণ