১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা, পাসে রাজশাহী

দেশজনতা অনলাইন : মাধ্যমিক শিক্ষা বোর্ড (এসএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হারে এবার সবার উপরে রয়েছে রাজশাহী বোর্ড। তবে জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড।

রাজশাহী বোর্ডে এবারের পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। আর ৭০ দশমিক ৮৩ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন সবচেয়ে কম দুই হাজার ৭৫৭জন।

এদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারো যথারীতি সেরা ঢাকা বোর্ড। এ বোর্ডে ২৯ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গেল বছর ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪১ হাজার ৫৮৫ জন।

এছাড়া রাজশাহী বোর্ডে ২২ হাজার ৭৯৫, কুমিল্লা বোর্ডে ৮ হাজার ৭৬৪, যশোর বোর্ডে ৯ হাজার ৯৪৮, চট্টগ্রাম বোর্ডে ৭ হাজার ৩৯৩, বরিশাল বোর্ডে ৪ হাজার ১৮৯, সিলেট বোর্ডে ২ হাজার ৭৫৭ ও দিনাজপুর বোর্ডে ৯ হাজার ২৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

প্রসঙ্গত, আট বোর্ডের মধ্যে রাজশাহী বাদে ঢাকায় পাসের হার ৭৯ দশমিক ৬২, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬, বরিশালে ৭৭ দশমিক ৪১, যশোর বোর্ডে ৯০ দশমিক ৮৮, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ১১ ও দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ।

প্রকাশ :মে ৬, ২০১৯ ২:১৭ অপরাহ্ণ