৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩২

শ্রমিক দিবসে সড়কে ঝরলো শ্রমিকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী মতিঝিলের রাজারবাগের পেছনের রাস্তায় বালুর ট্রাক ও লড়ির সংঘর্ষে ট্রাকের শ্রমিক নিহত হয়েছেন। তার নাম কাশেম (৩৫)। এ ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- জবা আলী (৪৫) ও ইলিয়াছ (৪০)।

মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুবেল জানান, ট্রাক ও লড়ির সংঘর্ষে আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুধবার ভোর পৌনে চারটায় ট্রাকের শ্রমিক কাশেমকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশ :মে ১, ২০১৯ ২:০৯ অপরাহ্ণ