১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৪

আফ্রিকায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আহত আব্দুর রহমান সাইমন (২০) নামের এক বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

শনিবার রাত ৮টার দিকে আফ্রিকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে সায়মনের মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করা হয়েছে।

সন্ধ্যায় স্থানীয় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। নিহত সাইমন নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আলমগীর হোসেনর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে,  আনুমানিক দেড় বছর আগে ৭ লাখ টাকা খরচ করে দক্ষিণ আফ্রিকাতে কাজের সন্ধানে যান সাইমন। পরে জোয়ানেসবার্গের ফ্রিডম পার্ক এলাকায় তার এক খালুর দোকানে কাজ করেন তিনি।

গত সোমবার ওই দোকানে কয়েকজন নিগ্রো সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে হামলা চালালে সাইমন তাদের বাঁধা দেন। পরে সন্ত্রাসীরা তাকে গুলি করে আহত করে দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। পাশ্ববর্তী দোকানের বাংলাদেশিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৯ ১:০৯ অপরাহ্ণ