১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৫

রাজবাড়ীতে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ধর্ষিত শিশুর মা গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযুক্ত ধর্ষক শফিকুল ইসলাম বেপারী (৪০) কে গ্রেফতার করেছে। সে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সামছু মাস্টারের পাড়া গ্রামের মৃত হানিফ বেপারীর ছেলে।

মামলার এজাহারে ওই শিশুর মা জানান, তার মেয়ে গোয়ালন্দ উপজেলার কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। শনিবার সে স্কুলে দেরিতে আসায় স্কুলের শিক্ষক কারণ জিজ্ঞেসা করেন। এ সময় ওই শিশু শিক্ষিকাকে জানায়, এক ব্যাক্তি স্কুলে আসা-যাওয়ার পথে তাকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে এবং আজও এই কারণে দেরি হয়েছে। সে ওই ধর্ষকের ভয়ে কাউকে কিছু বলার সাহস পায়নি। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ তাদের (পরিবারের সদস্য) সাথে যোগাযোগ করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. এজাজ শফী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা শুনে পুলিশের একটি দল ওই ধর্ষককে হাতেনাতে ধরার ফাঁদ পাতে। শনিবার বিকেল ৫টার দিকে ধর্ষক শফিকুল ইসলামকে হাতেনাতে আটক ও ওই শিশুকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতার শফিকুলকে আদালতে পাঠানো এবং ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারী পরীক্ষার প্রস্তুতি চলছে।

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৯ ১২:৫৮ অপরাহ্ণ