২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫৭

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে হামলার হুমকি আইএসের

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার রেশ না কাটতেই বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে হামলা চালানোর হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস। সামাজিক যোগাযোগের অ্যাপস টেলিগ্রামের একটি চ্যানেলে বাংলায় লেখা ‘শীঘ্রই আসছি’ শিরোনামে একটি পোস্টারে হামলার এই হুমকি দিল আইএস।

শনিবার দুপুরে ভারতের সংবামাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এতথ্য জানায়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ…’ লেখা ওই পোস্টারটি প্রকাশ করেছে আইএস। তবে আইএসের সেই পোস্টারটি তাদের প্রতিবেদনে প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।

গত রবিবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের পরবের দিন শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তারকামানের কয়েকটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ২৫৩ জনের প্রাণহানি হয়েছে। হামলার দুদিন পর ওই ঘটনার দায় স্বীকার করে আইএস। এরপরই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে হামলা চালানোর এ হুমকি দিল মধ্যপ্রাচ্যের এ জঙ্গি গোষ্ঠীটি।

প্রতিবেদনে বলা হয়, বাংলায় লেখা সেই পোস্টারে মুরসালাত নামে আইএসের একটি শাখা সংগঠনের লোগো আছে। গোয়েন্দা সংস্থাগুলি এই পোস্টারটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে বলেও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

বাংলাদেশের জামাত উল মুজাহিদিনের (জেএমবি) সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, জেএমবিকে তাদের দলে সদস্য নিয়োগের জন্য কলকাতা ও পশ্চিমবঙ্গে প্রায় তৎপর হতে দেখা যায়।

গেল ফেব্রুয়ারিতে আরিফুল ইসলাম নামে এক জেএমবি সদস্যকে কলকাতার বাবুঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। আরিফুল ২০১৮ সালে বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।

প্রকাশ :এপ্রিল ২৭, ২০১৯ ৪:০৭ অপরাহ্ণ