১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৪

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনজীবীদের অনশন শুরু

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতীকী অনশন শুরু করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের ব্যানারে আজ বেলা পৌনে ১১টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী এ প্রতীকী অনশন কর্মসূচি চলবে।

এতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, সংগঠনটির মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, সুপ্রিম কোর্ট শাখার মহাসচিব আইয়ুব আলী আশ্রফী, যুগ্ম-মহাসচিব আনিছুর রহমান খান, মাহবুবুর রহমান দুলালসহ শতাধিক আইনজীবী অংশ নিয়েছেন।

প্রকাশ :এপ্রিল ২৭, ২০১৯ ১২:৩৩ অপরাহ্ণ