১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

বিএনপি অফিসের সামনে শনিবার আইনজীবীদের অনশন

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামীকাল শনিবার রাজধানীর নয়া পল্টনস্থ বিএনপি অফিসের সামনে প্রতীকী অনশন করবে বিএনপি সমর্থক আইনজীবীরা।

গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের ব্যানারে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী এ প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম মহাসচবি রুহুল কবীর রিজভী, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার নওশাদ জমির, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ আইনজীবীরা উপস্থিত থাকবেন বলে সংগঠনটির মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা ও যুগ্ম-মহাসচিব আনিছুর রহমান খান জানিয়েছেন।

প্রকাশ :এপ্রিল ২৭, ২০১৯ ৮:৪৪ পূর্বাহ্ণ