দেশজনতা অনলাইন : এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিভিন্ন শিক্ষা বোর্ড। আগামী ৬ মের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আর ১২ মে এ পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলো। এখন ফলাফলের সারসংক্ষেপ তুলে দিতে প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। ফল প্রকাশের জন্য আগামী ৪ থেকে ৬ মের মধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।
এবার এসএসসি পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
এদিকে ফল প্রকাশের আগেই একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১২ মে থেকে অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হবে।
৩০ জুনের মধ্যে ভর্তি শেষ করে ১ জুলাই শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। এবারও কলেজের সব আসনে মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

