১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৭

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতে, ৪ শ্রমিক নিহত

অনলাইন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উল্টে গিয়ে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানাতে পারেননি ওসি।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রাকটি গাছের গুঁড়ি নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গবতলী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে নির্মাণ শ্রমিকদের একটি ঝুপড়িতে ঢুকে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে চারজনের লাশ উদ্ধার করে। দুই জনকে পাঠানো হয় হাসপাতালে।

প্রকাশ :এপ্রিল ২৫, ২০১৯ ১০:৩৯ পূর্বাহ্ণ