২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

আলাভেসকে হারিয়ে শিরোপা সুবাস পাচ্ছে বার্সা

খেলা ডেস্ক

অনেকদিন ধরেই ২০১৮-১৯ লা লিগা টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। দুর্দান্ত ধারাবাহিকতায় স্প্যানিশ লিগের শিরোপাদৌড়টা একেবারেই একপেশে করে ফেলেছে এর্নেস্তো ভালভার্দের দল। দারুণ ফর্ম ধরে রেখে আজ এস্তাদিও মেন্ডিজারোজায় দেপোর্তিভো আলাভেসকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লিগে শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার দ্বারপ্রান্তে পৌঁছে গেল কাতালানরা। আগামীকাল বৃহস্পতিবার অ্যাটলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিততে না পারলে এই সপ্তাহেই নিশ্চিত হবে বার্সার ২৬তম লিগ শিরোপা।

স্পেনে গত দশকে বার্সার একচ্ছত্র দাপট থাকলেও ইউরোপে নেই তেমনটা। এবার অবশ্য শেষ চারে পৌঁছে গেছে তারা, পাঁচ বছর পর চ্যাম্পিয়নস লিগ ঘরে তোলার মূল দাবিদার তারাই। লা লিগায় নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে তার দল, সপ্তাহখানেক বাদেই লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের মহাগুরুত্বপূর্ণ প্রথম লেগ। সেজন্যই আজ অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রামে রেখেছিলেন ভালভার্দে, মেসির বদলে নেমেছিলেন উসমান ডেম্বেলে। মেসির অভাবটা বুঝতেই দেননি লুইস সুয়ারেজ, ফিলিপ কুতিনিয়ো এবং ডেম্বেলে। প্রথম ৬ মিনিটেই অন্তত দুই গোলে লিড নিতে পারত বার্সা।

কিন্তু আলাভেসের গোলরক্ষক ফার্নান্দো পাচেকো ফিরিয়ে দিয়েছেন সুয়ারেজ, সার্জি রবার্তোকে। রিয়াল মাদ্রিদের যুবদল থেকে উঠে আসা পাচেকোর জন্য আজকের ম্যাচটি তো ক্লাসিকোরই সমান। প্রথমার্ধে নিজের সর্বোচ্চ দিয়ে বার্সার ফরোয়ার্ডদের ফিরিয়ে দিয়েছেন তিনি। ৪০ মিনিটে পাচেকোকে একা পেয়েও গোল করতে পারেননি সুয়ারেজ। প্রথমার্ধে মুদ্রার এপিঠ দেখে থাকলে দ্বিতীয়ার্ধে পাচেকো দেখেছেন ওপিঠ। গোলমুখে সুয়ারেজ, কুতিনিয়োরা স্বরূপে ফেরায় আর প্রতিরোধ গড়তে পারেননি দুর্দান্ত পাচেকোও।

৬ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় আলাভেসের স্বপ্ন। শুরুটা করেছিলেন কার্লোস আলেনিয়া। ৫৪ মিনিটে রবার্তোর পাস থেকে সুয়ারেজের অসাধারণ ‘ডামি’তে ডিবক্সে বল পেয়ে বাঁ-পায়ের মাপা শটে দলকে লিড এনে দেন তিনি। এরপর আর পেছনে ফিরতে হয়নি বার্সাকে। ৫৭ মিনিটে ফ্রিকিক থেকে বল জালে ঠিকই পাঠিয়েছিলেন জেরার্ড পিকে, কিন্তু আলাভেস স্ট্রাইকার পেনিয়ার হাতে লাগায় গোলের আগেই পেনাল্টির বাঁশি দিয়েছিলেন রেফারি। ভিডিও রেফারির শরণাপন্ন হয়েও বদলায়নি সিদ্ধান্ত। মেসির অনুপস্থিতিতে ৬০ মিনিটে ১২ গজ থেকে পাচেকোকে পরাস্ত করেন সুয়ারেজ।

দুই গোলের লিড নিয়েও সন্তুষ্ট থাকতে চাননি ভালভার্দে, নামিয়ে দেন মেসিকে। নামার মিনিট চারেকের মাথায়ই গোল পেতে পারতেন মেসি, কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়ান পাচেকো। দল হারলেও গোলবারে নিজের সামর্থ্যের জানান ঠিকই দিয়েছেন স্প্যানিশ গোলরক্ষক। ম্যাচের বাকি সময় শত চেষ্টা করেও গোলশোধ করতে পারেনি আলাভেস। কিছুটা গা ছাড়া দিয়ে খেলা বার্সাও লিড বাড়াতে পারেনি।

স্প্যানিশ লিগ শিরোপা নিশ্চিতই বলা চলে, দল চলে গেছে কোপা ডেল রে ফাইনালেও। লিভারপুল বাধা টপকালে বার্সা চলে যাবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। দারুণ সব অর্জনের পরও পুরো মৌসুম কম সমালোচনা সইতে হয়নি ভালভার্দেকে। পেপ গার্দিওলা এবং লুইস এনরিকের পর বার্সার তৃতীয় কোচ হিসেবে ‘ট্রেবল’ জিতিয়ে নিন্দুকদের মুখে কুলুপ এঁটে দেওয়ার দারুণ সুযোগ তার সামনে। ‘ট্রেবল’-এর ‘ট্রেবল’ পূরণ করার এমন সুযোগ হয়তো হাতছাড়া করতে চাইবে না ভালভার্দে বা বার্সার কেউই।

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৯ ২:১০ অপরাহ্ণ