১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৪

দগ্ধ তরুণীর মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এসে স্ত্রীর স্বীকৃতি চাওয়া দগ্ধ চট্টগ্রামের তরুণী শাহেনূর আক্তারের  মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে কমলনগর থানায় শাহেনূরের বাবা জাফর উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলায় শাহেনূর আক্তারের স্বামী সালাউদ্দিনকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো আটজনকে আসামি করা হয়েছে।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন-স্থানীয় ইউপি সদস্য মো. হাফিজ, গ্রাম পুলিশ আবু তাহের ও সালাউদ্দিনের দুই ভাই আবদুর রহমান বিশ্বাস ও আলাউদ্দিন।
জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত চারজনের নাম মামলায় উল্লেখ থাকায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার প্রধান আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ।
খুব কম সময়ের মধ্যে নিহতের স্বামী সালাউদ্দিনকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন।
এদিকে মঙ্গলবার ঢাকা মেডিক্যালে নিহত শাহেনূরের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
শাহেনূর আক্তারের বাবা জানান, তার মেয়ে চট্টগ্রাম শহরের মুরাদপুরে ফুফু নূর বানুর সঙ্গে থাকতেন। সেখানে একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখান থেকে সালাউদ্দিনের সঙ্গে পরিচয় হয়। প্রায় দেড় বছর আগে সালাউদ্দিন চট্টগ্রাম আদালতে নিয়ে তার মেয়েকে বিয়ে করেন। এরপর তারা আন্ধারবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে কয়েক মাস সংসার করেন।
গত কয়েকমাস আগে সালাউদ্দিন তার মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। খোঁজখবর নিয়ে প্রায় ১৫ থেকে ২০ দিন আগে শাহেনূর উক্ত এলাকায় এসে এসে স্ত্রীর মর্যাদা দাবি করে অপমানিত হয়ে ফেরত যায়।
তিনি আরো অভিযোগ করে জানান, ২১ এপ্রিল বিকেলে তার মেয়ে সালাউদ্দিনের কাছে স্ত্রীর অধিকার দাবি করেন এবং স্ত্রীর মর্যাদা না পেলে ফেরত যেতে অস্বীকৃতি জানায়। এরপর সালাউদ্দিন অন্যান্য আসামিদের সহযোগিতায় শাহেনূরের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে  সেখানে তার অবস্থায় অবনতি হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও পরে জেলা পুলিশের সহায়তায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় শাহেনূর মারা যান।
এদিকে নিহত শাহেনূরের মামা কামাল উদ্দিন জানান, আজ চট্টগ্রামের রাউজান থানার নোয়াজেশপুর গ্রামে পারিবারিক কবরস্থানে শাহেনূরকে  দাফন করা হবে।

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৯ ১:১৫ অপরাহ্ণ