১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৯

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল চারজনের

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার সকালে ঢাকা-শেরপুর মহাসড়কের সদর উপজেলায় আলালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর পুলিশ লাশ চারটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলালপুর এলাকায় একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

ময়মনসিংহ কোতয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

প্রকাশ :এপ্রিল ২০, ২০১৯ ১২:১৮ অপরাহ্ণ