বিনোদন ডেস্ক : হায়দ্রাবাদ থেকে শুটিং সেরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভার্গবী ও অনুশা রেড্ডি নামে দুই টেলিভিশন অভিনেত্রী। বুধবার রাতে রাজ্যটির ভিকারাবাদ জেলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই অভিনেত্রী ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। এদিন তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই অভিনেত্রী ভার্গবী মারা যান। আর গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান অনুশা রেড্ডি।
পুলিশ জানায়, রাতের বেলায় গাড়িটির সামনে একটি লরি চলে আসায় নিয়ন্ত্রণ হারায় চালক ছাকরি। এই দুর্ঘটনায় চালক এবং বিনয় কুমার নামে আরও এক ব্যক্তি আহত হন। স্থানীয় একটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

