১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

তিতাসের ২২ খাতে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

দেশজনতা অনলাইন : গ্যাস বিতরণকারী সংস্থা তিতাসের ২২টি খাতে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অবৈধ সংযোগ, মিটার টেম্পারিংসহ এসব খাতের অভিযোগগুলো তদন্ত করবে মন্ত্রণালয়।

অনুসন্ধান শেষে বুধবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান।

এ সময় মন্ত্রী বলেন, ‘অভিযোগগুলো আরও তদন্ত করবে মন্ত্রণালয়। জড়িতদের ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই।’

তিতাসের বিভিন্ন কাজে বেশ কিছু অনিয়মের অভিযোগ ওঠে। আর সেসব অভিযোগ খতিয়ে দেখতে কয়েক মাস ধরে কাজ করছিলো দুদকের একটি তদন্ত টিম।

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৯ ৩:৩৪ অপরাহ্ণ