২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

ইন্দোনেশিয়ায় ভোটগ্রহণ শেষ

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট, পার্লামেন্টে ও স্থানীয় পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।
দ্রুত গণনার পর কয়েক ঘন্টার মধ্যে প্রাথমিক ফলাফল জানানো হবে। নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে মে মাসে।
এর আগে দেশটিতে ভিন্ন ভিন্ন টাইমজোন থাকায় বুধবার প্রথম ভোটগ্রহণ শুরু হয় পাপুয়া প্রদেশে স্থানীয় সময় সকাল ৭টায়। এটি পূর্ব ইন্দোনেশিয়া টাইম জোনের অন্তর্ভুক্ত। আট ঘণ্টা পর শেষ হয় ভোট গ্রহণের কাজ।
১৭ হাজারেরও অধিক দ্বীপের দেশ ইন্দোনেশিয়া পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি বিস্তৃত। এজন্য মোট তিনটি টাইম জোন রয়েছে দেশটিতে।
ইন্দোনেশিয়ার এ নির্বাচনকে একদিনে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম নির্বাচন বলা হচ্ছে। বিবিসি জানিয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ দেশটিতে এবারই প্রথম দেশটিতে একইদিনে প্রেসিডেন্ট, পার্লামেন্টে ও স্থানীয় পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ২৬ কোটিরও বেশি লোকসংখ্যার এ দেশে মোট ভোটার ১৯ কোটি ২০ লাখ।
প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জোকো উইদোদোর (৫৭) প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন প্রাক্তন জেনারেল প্রাবোও সুবিয়ান্তো (৬৭)। ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও এই দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। উইদোদো ওই নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট হয়েছিলেন।
এছাড়া পার্লামেন্ট ও স্থানীয় পরিষদের প্রায় ২০ হাজার আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই লাখ ৪৫ হাজারেরও বেশি প্রার্থী।
ভোট গ্রহণের জন্য সারা দেশে মোট ৮ লাখ ১০ হাজার ভোট কেন্দ্র স্থাপন করা হয়। নিরাপত্তার জন্য ১৬ লাখ আধাসামরিক কর্মকর্তার পাশাপাশি প্রায় সাড়ে তিন লাখ সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৯ ৩:২৭ অপরাহ্ণ