১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৪

চট্টগ্রামে অক্সিজেন ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

দেশজনতা অনলাইন : চট্টগ্রামে অক্সিজেন ভরতে গিয়ে সিরাজ আনু অক্সিজেন লিমিটেড নামে প্রতিষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও এক শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে পাঁচলাইশ থানার নাসিরাবাদ শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনীর মো. ছাবেদ (৩০) ও বরিশালের পবিত্র কুমার দাশ (৬০)।

আহত শ্রমিক নুর ওসমানকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে বলে জানান চিকিৎসকরা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, সকালে সিরাজ আনু অক্সিজেন লিমিটেড নামে ওই কোম্পানিতে সিলিন্ডার রিফুয়েলিংয়ের সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হন।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ছাবেদকে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন থেকে পবিত্র দাশের মৃত্যু হয়।

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৯ ১২:৩৭ অপরাহ্ণ