১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

গোপালগঞ্জে সড়কে প্রাণ হারালেন ২ জন

দেশজনতা অনলাইন : গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার সন্ধ্যায় কাশিয়ানী লিংক রোড থেকে পিংগুলিয়ার কাছে ঢাকা-খুলনা মহাসড়কে ও মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের পাটিকেলবাড়ি গ্রামে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চন্দনী গ্রামের মুরাদ শেখের মেয়ে মুন্নী আক্তার (১৭) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে শাকিল শেখ (২২)।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, সোমবার বিকালে মোটরসাইকেলে ফরিদপুরের বোয়ালমারী থেকে দুই নারীসহ তিনজন গোপালগঞ্জ যাচ্ছিলেন।

কাশিয়ানী লিংক রোড থেকে পিংগুলিয়ার কাছে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মুন্নী আক্তারকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মুকসুদপুর থানার এসআই মো. মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলায় উজানী ইউনিয়নের পাটিকেলবাড়ি গ্রামে একটি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই চালক শাকিল শেখ নিহত হন। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৯ ১২:৩১ অপরাহ্ণ