১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১০

ইটভাটার মাটিচাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইটভাটায় কাজ করার সময় মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক শ্রমিক। মঙ্গলবার সকালে উপজেলার জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর এলাকার ইউনুস আলীর ছেলে বাবু এবং একই উপজেলার কেশবপুর গ্রামের কালা চাঁদ মণ্ডলের ছেলে মামুন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকুমার বিশ্বাস জানান, সকালে শেখ ইটভাটায় মাটি কেটে ইট তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মাটি ধসে শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই বাবু ও মামুন মারা যান। আহত হন আরও এক শ্রমিক।

তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৯ ১১:৫৯ পূর্বাহ্ণ