১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

কূটনীতিকদের খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত ২১ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, ইইউ, নরওয়েসহ ২১ দেশ।

এসময় বিএনপির পক্ষ থেকে দলীয় প্রধান কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরা হয়। বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি নেতা জেবা খান, মীর হেলাল, ইসরাক হোসেন প্রমুখ।

সাংবাদিকদের গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কূটনীতিকদের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানানো হয়ে। তারা বিষয়টি শুনেছেন।

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৯ ১১:২২ পূর্বাহ্ণ