১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

আইনজীবী হয়ে ২৩ বছর পর হারানো জমি ফিরিয়ে আনলেন উগান্ডার এই ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক : ছোটবেলায় আইনি জটিলতায় বাবাকে জমির মালিকানা হারাতে দেখেন তিনি।

এ ঘটনার পর থেকেই আইনজীবী হবার স্বপ্ন নিয়ে পড়াশোনায় অধ্যাবসায়ী হন।

অতঃপর ১৮ বছর পড়ালেখা এবং আইন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে একজন আইনজীবী হয়ে পরিবারের বেদখল হয়ে যাওয়া সেই জমি পুনরুদ্ধার করেন জর্ডান কিনইয়েরা নামের এই ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ উগান্ডায়।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার (১ এপ্রিল) দেশটির হাইকোর্টের দেয়া রায়ে জমির মালিকানা ফিরে পেয়েছেন জর্ডান কিনইয়েরার পরিবার।

মাত্র ৬ বছর বয়সে জর্ডান কিনইয়েরা দেখেছিলেন তাদের মাথা গোজানোর ঠাঁই আইনি জটিলতায় পড়ে বেদখল হয়ে গেছে।

১৯৯৬ সালে প্রতিবেশীরা মি. কিনইয়েরার বাবার নামে আদালতে অভিযোগ করে এবং মামলাটি প্রায় দুই দশক যাবত আদালতে বিচারাধীন ছিল।

আদালতরে রায়ের পর তার সাক্ষাৎকার নেয় সংবাদ মাধ্যম বিবিসি।

সেখানে তিনি বলেন, আমার বয়স যখন ৬ বছর তখনই জমি হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়ি। সে সময় জমি সংক্রান্ত বিরোধের ওই মামলায় আমার পরিবার যে হতাশার মধ্যে দিয়ে যাচ্ছিল, তা আমাকে ভীষণভাবে নাড়া দেয়।

তিনি বলেন, সিদ্ধান্ত নিই আইনজীবী হব এবং হারানো জমি আইনিভাবেই ফিরিয়ে আনব। সম্পত্তি ফিরে পাওয়ার বিষয়ে তিনি বলেন, ন্যায়বিচার বিলম্বিত হওয়া মানেই বঞ্চিত হওয়া। এতো বছর পরে এসে জমি ফেরত পেয়ে আমার বাবা কিছুই করতে পারবেন না। অথচ সে সময় এ জমির জন্য কতটা হন্যে তাকে কোট কাচারীতে ঘুরতে দেখেছি। তার বয়স এখন ৮২ বছর।

এর পর তিনি বলেন, তবে এ বিজয় আমার পরিবারের। এ বিজয় ন্যায় বিচারের। বাবা যেখানে শেষ করেছেন সেখান থেকে তার সন্তানদের শুরু করতে হবে।

জমি নিয়ে বিরোধের ঘটনার পরিমাণ উগান্ডায় ব্যাপক জানিয়ে মি. কিনইয়েরার বলেন, উগান্ডায় জমি সন্ক্রান্ত মামলা এতই বেশি যে, এসব বিচারের জন্য হাইকোর্টের একটি পূর্ণ শাখাই নিয়োজিত রয়েছে।

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৯ ৩:০৭ অপরাহ্ণ