নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের মনোনয়নে উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। দলটির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এরা বেইমান, জনগণের সঙ্গে বেইমানি করেছে, প্রতারণা করেছে। এটা তার নিজের দলের সঙ্গে, জনগণের সঙ্গে এবং ঐক্যফ্রন্টের সঙ্গে প্রতারণা।’ মঙ্গলবার (২ এপ্রিল) সংসদ সদস্য হিসেবে মোকাব্বির খান শপথ নেওয়ায় পর গণমাধ্যমের কাছে মির্জা ফখরুল এসব কথা বলেন। এর আগে গত ৭ মার্চ ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচিত আরেক গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন। সে সময় সুলতান মনসুরকেও প্রতারক ও বেইমান বলেছিলেন মির্জা ফখরুল। এদিকে গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের বাইরে শপথগ্রহণ করায় সুলতান মোহাম্মদ মনসুরের ন্যায় মোকাব্বির খানকে গণফোরাম থেকে বহিষ্কার করা হচ্ছে বলে জানা গেছে।