২৮শে জানুয়ারি, ২০২৫ ইং | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০৬

আমিও উপোস করব, বিকেলে আপনাদের সঙ্গেই তা ভাঙব : মিমি চক্রবর্তী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচন করছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। টলিউডের দাপুটে এই অভিনেত্রী গতকাল রবিবার বারুইপুরের কেয়াতলা স্কুল প্রাঙ্গণে সংখ্যালঘু সেলের ডাকা কর্মীসভায় যোগ দিয়েছিলেন।

মিমির বলেন, আগামী ১৯ মে ভোটের দিন রমজানের উপোস চলবে। আপনাদের কথা দিচ্ছি, ওইদিন আমিও উপোস করব। বিকেলে আপনাদের সঙ্গেই তা ভাঙব। একথা শোনার পর কর্মীসভায় সকলে হাততালি দিয়ে স্বাগত জানান।

মিমি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সফল করতে সকলে আমাকে ভোট দিন। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের মধ্যে এই কেয়াতলা। ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেজন্য মঞ্চ থেকে পায়রা উড়িয়ে শান্তির বার্তা দেন মিমি।

কর্মীসভার পর রোড শোয়ে অংশ নেন তিনি। হুড খোলা জিপে চেপে সূর্যপুর পর্যন্ত তিনি প্রচারে যান। রাস্তার দু’ধারে নানা বয়সের মহিলা, পুরুষ, কিশোর-কিশোরী তাকে স্বাগত জানান।

মিমি চক্রবর্তীও হাত নেড়ে, কখনও হাত জোড় করে নমস্কার করেন। কেউ কেউ ফুল ছুঁড়ে দিলেন।

প্রকাশ :এপ্রিল ২, ২০১৯ ৯:২৯ পূর্বাহ্ণ