১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২০

জন্মদিনে উপহার পেয়ে চমকে গেলেন শাকিব

বিনোদন ডেস্কঃ গত ২৮ মার্চ ছিল ঢাকাই ছবির নাম্বার ওয়ান তারকা শাকিব খানের শুভ জন্মদিন।

বিগত সব জন্মদিনের মতো এবারও ভক্তদের ভালোবাসা আর উপহারে ভেসেছেন তিনি।

তবে প্রিয় নায়কের জন্য একটু ব্যতিক্রমি উপহার নিয়ে এলেন সিলেট থেকে আসা শাকিবভক্তরা। এমন উপহার পেয়ে রীতিমতো চমকে গেছেন শাকিব খান।

গণমাধ্যমকে প্রিন্স মিফতাহ নামের এক শাকিব ভক্ত বলেন, এমন উপহার পেয়ে শকিব ভাই যেমন চমকে গেছেন তেমনই খুশি হয়েছেন।

তো কী ছিল সেই বিস্ময়কর উপহার প্রশ্নে মিফতাহ জানান, সেটা ছিল এক বস্তা গ্রিন টি। এমন উপহার পেয়ে উচ্ছ্বসিত শাকিব খান। উপহার পেয়েই প্যাকেট খুলে তাৎক্ষণিক চা বানিয়ে আনতে সহকারীকে নির্দেশ দেন শাকিব।

তিনি বললেন, ‘গ্রিন টি আমার ভীষণ পছন্দের। আর এটা আমার নিয়মিত পানীয়ের তালিকায় থাকে। চায়ের দেশ সিলেট থেকে আসা এই উপহার পেয়ে আমি আপ্লুত। সত্যিই খুব ভালো লেগেছে আমার। ওদেরকে প্রাণ খোলা ধন্যবাদ।’

এ বিষয়ে আরও বেশি উচ্ছ্বাস দেখা গেছে ভক্তদের মাঝে। প্রিন্স মিফতাহ বলেন, ‘সিলেটের শাহজালালের দরগাহ থেকে স্পেশাল গ্রিন টি নিয়ে গেছি শাকিব ভাইয়ের জন্য। ভাইয়ার হাতে দিতেই তিনি বললেন, আমার জন্য সিলেট থেকে এনেছ! সঙ্গেসঙ্গেই এ প্যাকেট খুলে তিনি চা খেতে চান। বিষয়টি আমাদের হৃদয়ে খুব নাড়া দিয়েছে।’

তবে শাকিব খানের হাতে উপহার তুলে দেয়ার মুহূর্তটি ফ্রেমবন্দি করে রাখা হয়নি বলে মন খারাপ করেছেন এই শাকিব ভক্ত।

তবে শাকিব খানের ফ্যান পেজে কৃতজ্ঞতা প্রকাশ দেখে হয়তো এই মন খারাপের বিষয়টি দমে যাবে।

নিজের ফ্যান পেজে শাকিব খান লেখেন, ‘ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় আমি সব সময় সিক্ত হয়েছি। তাদের ভালোবাসার কাছে আমি নত। জন্মদিন উপলক্ষে প্রথম প্রহর থেকেই সোশ্যাল মিডিয়া ও মোবাইলে শত শত শুভেচ্ছা বার্তা এসেছে। তাই তাদের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতার শেষ নেই।’

প্রকাশ :এপ্রিল ১, ২০১৯ ১২:৩৮ অপরাহ্ণ