১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৮

খালেদা জিয়ার মুক্তি চাইলেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নতুন নির্বাচন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে ঐকমত্য পোষণ করে জাতীয় ঐক্যকে আরো সুসংহত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঐক্যফ্রন্টের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ড. কামাল হোসেন বলেন, আজকে যে দাবি নিয়ে আলোচনা হয়েছে আমি এর সঙ্গে সম্পূর্ণভাবে একমত পোষণ করছি। খালেদা জিয়াসহ যাদের অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে তাদের অবশ্যই মুক্তি দিতে হবে। তবে আজ নেগেটিভ কথা বলতে চাই না, পজেটিভ কথা বলতে চাই।

আজকের এই দাবি পূরণের জন্য আমাদের ঐক্যকে আরো সুসংহত করতে হবে। তিনি বলেন, সকল ক্ষমতার মালিক জনগণ। এটা সংবিধানে লেখা আছে। বঙ্গবন্ধু যেটা স্বাক্ষর করে গেছেন।

সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয় তাহলে অবশ্যই শাসন ব্যবস্থা হবে গণতন্ত্র। সকল দলের মানুষের মধ্যে এ ব্যাপারে ঐক্য থাকতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে দ্বিমত হলে আমাদের ঐক্যে আঘাত আসে। তাই এই বিষয়ে কোনো দ্বিমত থাকা যাবে না।

ড. কামাল হোসেনের বক্তব্যের একপর্যায়ে দর্শক সারি থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে। একই সঙ্গে ‘স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম। মুক্তি যুদ্ধের ঘোষক জিয়া লও লও লও সালাম’ বলে স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। দর্শকদের সামনের সারি থেকে কেউ বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন একথাও বলতে হবে। শুধু বঙ্গবন্ধুর কথা বললে হবে না। এ সময় ড. কামাল হোসেন বক্তব্য বন্ধ করে চুপ থাকেন। স্লোগান বন্ধ হলে ড. কামাল বলেন, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে।

প্রকাশ :এপ্রিল ১, ২০১৯ ১০:৪৪ পূর্বাহ্ণ