২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৪৩

গুলশানে আগুন : টাকা ও চাল দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান- ১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং প্রতি শ্রমিককে ২০ কেজি চাল দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট এলাকা শনিবার বিকেলে পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডা. এনামুর রহমান বলেন, ‘এখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছেন তাদের লিস্ট ধরে সবাইকে ১০ হাজার করে টাকা ও শ্রমিকদের মাথাপিছু ২০ কেজি চাল দেওয়া হবে। তাদের পুনর্বাসনের জন্য মন্ত্রণালয় থেকে সুপারিশ থাকবে।’
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মানবিক দিক বিবেচনা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যতোটা সহযোগিতা করা যায় তা তিনি করবেন বলে জানান।
এর আগে মার্কেট পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা ঈদের আগে মার্কেট দাঁড় করিয়ে তাদের ব্যবসা করার সুযোগ তৈরির দাবি জানান।
ব্যবসায়ীদের দাবির বিষয়টি জানতে চাইলে ডা. এনামুর রহমান বলেন, এ বিষয়ে আমি মেয়রের (আতিকুর রহমান) সঙ্গে কথ বলেছি। তিনি জানিয়েছেন ব্যবসায়ীদের পাকা ঘর তৈরি করে দেবেন।
ঈদের আগে ব্যবসায়ীদের পুনর্বাসনের সম্ভাব্যতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সিটি করপোরেশনের ব্যপার।’

প্রকাশ :মার্চ ৩১, ২০১৯ ১২:৩৬ অপরাহ্ণ