বিদেশ ডেস্ক
আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তামের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে তালেবান। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।
শনিবার আবদুল রশিদের দোস্তামের গাড়িবহর লক্ষ্য করে চালানো হামলায় এক দেহরক্ষী নিহত ও আরও দুজন আহত হয়েছেন। দোস্তামের জানবিশ পার্টির মুখপাত্র বশির আহমদ তায়েঞ্জ জানান, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের মাজার-ই-শরিফ শহর থেকে জওজানপ্রদেশে যাওয়ার পথে হামলাকারীরা দোস্তামের গাড়িবহরের চোরাগোপ্তা হামলা চালায়। ওই মুখপাত্র আরও জানান, পরিকল্পিত একটি হামলা হতে পারে। এ বিষয়টি জানা থাকলেও দোস্তাম যেকোনো পরিস্থিতিতে জওজানে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।
এ হামলার দায় স্বীকার করে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, হামলায় দোস্তামের চার দেহরক্ষী নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। আট মাস আগে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালিয়ে আরেকবার দোস্তামকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ওই সময়ও অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছিলেন তিনি।