শনিবার সকালে পুড়ে যাওয়া ডিএসসিসি মার্কেটের সামনে উপস্থিত সংবাদকর্মীদের এই তথ্য জানান শাকিল।
ফায়ার সার্ভিসের পরিচালক, ২০১৭ সালের জানুয়ারিতে অগ্নিকাণ্ডের পর মার্কেট কমিটির কাছে নিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছিল তা বাস্তবায়ন করা হয়নি।
তিনি বলেন, ‘এই মার্কেটের ব্যাপারে আমাদের অনেক নির্দেশনা আছে। মার্কেট কমিটিকে তিন থেকে চারবার সাবধানতা নোটিশ দেওয়া হয়েছে। তারপরও তারা শুধরায়নি।’
শনিবার ভোরে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনী সদস্যদের আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ব্যবসায়ীদের জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
২০১৭ সালের ২ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছিল গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেট। তখন দোতলা মূল বিপণি বিতানের পাশের কাঁচাবাজারও সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। তারপর ওই বাজারটি নতুন করে গড়ে তোলার দুই বছরের মধ্যে আবার তা পুড়ে গেল