২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৩

লাফিয়ে পড়ে বিদেশি নিহত, হাসপাতালে ৩২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় আতঙ্কে লাফিয়ে পড়ে শ্রীলঙ্কার এক নাগরিক নিহত হয়েছেন। আহত ৩২ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন-নবী। তিনি বলেন, হাসপাতালে এখন পর্যন্ত ৩২ জনকে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর নয়। তবে তাদের অন্তত একদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। তাদের বেশির ভাগের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা। এর মধ্যে দগ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

রশিদ-উন-নবী বলেন, নিহত শ্রীলঙ্কার ওই নাগরিকের নাম নিরস চন্দ্র। অগ্নিকাণ্ডের পর তিনি ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন এবং হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

প্রকাশ :মার্চ ২৮, ২০১৯ ৮:০৩ অপরাহ্ণ