নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১৩ টি ইউনিট। ওই এলাকার লোকজন বলছেন, আগুন থেকে বাঁচতে গিয়ে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ৩ জন মারা গেছেন। আর ভবনটির ভেতরে অনেকে আটকা পড়েছে বলেও জানান তারা।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফ আর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।
তবে কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

