১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৮

দিনাজপুরে ১ যুবকের রমজানে প্রতিদিন ঠান্ডা পানি বিতরন

 দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে রোজা শেষে ইফতারির সময় পানির তৃষ্ণা মেঠাতে ফ্রিজের ঠান্ডা পানি বিতরন করেন দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুন পাড়া এলাকার মাসুম।
এ মহল্লায় ৯০ শতাংশ পরিবার অসহায়, গরীব ওনিম্ম মধ্যবিত্ত। অধিকাংশ পরিবার ফ্রিজ ব্যবহার করতে পারে না। মাসুম কামাল ফ্রিজের থাকা সেই ঠান্ডা পানির চাহিদা মেঠাতে প্রতিদিন ইফতারির পুর্বে ৬ টা থেকেই ফ্রিজের ঠান্ডা পানি বিতরন করতে শুরু করে। যারা নিতে আসেন না বাড়ীতে বাড়ীতে পৌছে দেয়া হয়। গ্লাস, মগ, গামলা নিয়ে পানি নিতে আসে। প্রতিদিন ৬ টার পর থেকেই মাসুমের বাড়ীর সামনে সারিবদ্ধ ভাবে ঠান্ডা পানি সংগ্রহ করে।
মাসুম আল কামাল জানান, অত্র এলাকায় অর্থ দিয়ে ঠান্ডা পানি ক্রয় ও ফ্রিজ ক্রয় করার ক্ষমতা সিংহভাগ মানুষেরেই নেই। সারাদিনের প্রখর রৌদ্র ও খরতাপ মানুষের তৃষ্ণাকে বাড়িয়ে দেয়। মানুষে সেই তৃষ্ণা ফ্রিজের ঠান্ডা পানিতে ঠান্ডা করে পবিত্র মাহে রমজানে কিছু সওয়াব ও আল্লাহ নৈকট্য পাওয়ার আশায় প্রায় ৮ বছর যাবৎ রমজান মাসে প্রতিদিন ফিজের ঠান্ডা পানি বিতরন করে আসছি। আল্লাহ পাক পবিত্র মাহে রমজানে সকলের রোজা কবুল করুক এই প্রত্যাশা আশা আমাদের সকলের।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ৭, ২০১৭ ৯:১৫ অপরাহ্ণ