১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৬

জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক

অনলাইন

মানিকগঞ্জের দৌলতপুরে জাল ভোট দেওয়ার সময় এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার জীয়নপুরের খা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে ।

আটক কর্মকর্তার নাম রুহুল আমিন। তিনি দৌলতপুর ক্ষুদ্র সাথিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা ও নির্বাচন অফিসার আব্দুল মোমিন জানান, ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিলেন রুহুল আমিন। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসলে তারা তাকে আটক করে রিটার্নিং কর্মকর্তাকে জানায়।

পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাকে আটক করা হয়।

প্রকাশ :মার্চ ২৪, ২০১৯ ৩:২৪ অপরাহ্ণ