১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৫

ফিল্মফেয়ার ২০১৯: অভিনয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা আলিয়া-রণবীরের

২০১৯ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে একগুচ্ছ পুরস্কার ছিনিয়ে নিল ‘রাজি’। এই ছবিতে অসামান্য অভিনয়ের দৌলতে দ্বিতীয় বারের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া ভাট। ছবির প্রেক্ষাপট ভারত-পাকিস্তান যুদ্ধ।

এই সময় পত্রিকার খবরে বলা হয়, ছবির কেন্দ্রীয় চরিত্র কাশ্মীরের মুসলিম তরুণী সেহমতের ভূমিকায় অভিনয় করেন আলিয়া। যার নিষ্পাপ অনভিজ্ঞ জীবন পালটে দেয় বাবা হিদায়াত খান (রজিত কাপুর)-এর সিদ্ধান্ত। বাবার নির্দেশে চরবৃত্তির মতো বিপজ্জনক কাজে নামতে হয় সেহমতকে।

‘রাজি’ সেরা ছবিরও শিরোপা জিতেছে। ছবির পরিচালক মেঘনা গুলজার পেয়েছেন সেরা পরিচালকের সম্মান।

‘সঞ্জু’ ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর।

 

প্রকাশ :মার্চ ২৪, ২০১৯ ৩:১৫ অপরাহ্ণ