১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

ভোলায় গত ৫ মাসে ঘটেছে ১৫টি হত্যাকান্ডের ঘটনা

ভোলা প্রতিনিধি:

ভোলায় গত ৫ মাসে ঘটেছে ১৫টি হত্যাকান্ডের ঘটনা । চলতি মাসেইএকজন শিশু ও তিন নারী সহ খুন হয়েছে ৪জন । হঠাৎ করে হত্যাকান্ডের ঘটনা বেড়ে যাওয়ায় আতংকিত হয়ে পড়েছে মানুষ। এসব ঘটনার মধ্যে দৌলতখানে মা ও মেয়েকেগলাকেটে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলা,ভোলা সদরে গৃহবধূ রিনা হত্যাকান্ড এবং লালমোহনে বহিষ্কৃত ছাত্রলীগ নেতার যৌতুকের দাবীতে ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীহত্যার মত চাঞ্চল্যকর ঘটনা রয়েছে। এসব হত্যাকান্ডের ঘটনায় আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলে পুলিশ দাবি করেছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারী থেকে ৪ জুন পর্যন্ত ভোলার সাত উপজেলায় ১৫টি হত্যাকান্ডেরঘটনা ঘটেছে। এরমধ্যে জানুয়ারীতে ২টি, ফেব্রুয়াারীতে ২টি, মার্চ মাসে একটি, এপ্রিলে মাসে ৪টি, মে মাসে ২টি এবংচলতি জুন মাসে শুরুতে ৪টি হত্যাকান্ড হয়েছে।
৩ জুন শনিবার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামে পারিবারিক কলহের জেরধরে বিল্লাল হোসেন নামের ট্রাক চালক তার স্ত্রী শাহনাজকে গলাকেটে হত্যার পর নিজ ঘরে আগুন ধরিয়ে দেয়। এতেঅগ্মিদগ্ধ হয়ে মর্মান্তিভাবে মারা যায় তার ৯ মাস বয়সী মেয়ে মোহনা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দৌলতখানথানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন বিল্লালকে পুলিশ গ্রেফতার করেন।
একই দিন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লালমোহন থানার আওতাধীন মঙ্গলসিকদার মেঘনা নদী সংলগ্ন মোল্লারখাল গোড়া হতে ২৬ বছর বয়সী হাত পা বাধা অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পড়নেসেলোয়ার কামিজ ও কালো বোরকা পরা এ মহিলার লাশে হালকা পচন ধরেছে এবং মাথার কিছু অংশের চুল উঠেগেছে। ময়না তদন্তের জন্য লাশ পুলিশ ভোলা মর্গে পাঠানোর হয়। এ ঘটনায় লালমোহন থানায় একটি হত্যা মামলাদায়ের করা হয়েছে। হত্যারকান্ডের ঘটনা উদঘাঠনের চেষ্টা চলছে বলে জানান লালমোহন থানার ওসি হুমায়ুন কবির ।
এরআগের দিন ২ জুন শুক্রবার লালমোহন পৌর শহরের ৬নং ওয়ার্ডের উত্তরবাজার পারিবারিক কলহের জের ধরেসদ্য বহিষ্কৃত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রুবেল তার ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মাহমুদা মেহেরতিথিকে নির্যাতন করে হত্যা করেন বলে অভিযোগ উঠে। নিহতের লাশ হাসপাতালে রেখে স্বামীসহ শশুর বাড়িরলোকজন পালিয়ে যায়। পরে নিহতের পিতা কামাল হোসেন বাদী হয়ে তিথির স্বামী ছাত্রলীগ নেতা রুবেলসহ ৮ জনকেআসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এছাড়া গত ৮ মে একই উপজেলায় বদরপুর ইউনিয়নের চরচিটিয়া গ্রামে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মফিজুল ইসলাম নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়। এর আগে গত ১৪ মে ভোলার ভেলুমিয়াইউনিয়নে গৃহবধূ রিনাকে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে চালিয়ে নেয়ার চেষ্টা করে তার স্বামী অটো চালক মো.আলী।
এ ব্যাপারে ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন বলেন, দৌলতখানে মা- মেয়েকে হত্যার ঘটনায় মূল আসামী বিল্লালকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। অন্য হত্যাকান্ডের সাথেজড়িত অধিকাংশ আসামীকে গ্রেফতাকরা হয়। হত্যাকান্ডের সাথে জড়িত বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান এসপি।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ৭, ২০১৭ ৮:২১ অপরাহ্ণ