১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির অনশন

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কারাবন্দি ও অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গণঅনশন করছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকার কেরাণীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকার কেরাণীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে এ অনশন শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এই অনশন চলবে।

অনশনে উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিকেল তিনটার দিকে এ কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

প্রকাশ :মার্চ ২০, ২০১৯ ২:৩৫ অপরাহ্ণ